ডিজে সানিকা ফিরছেন অভিনয়ে

385

বিনোদন প্রতিবেদক : ‘ঝিলিক’ নামের একটি শর্টফিল্মে অভিনয়ের মধ্য দিয়ে অনেকদিন পর পর্দায় ফিরলেন জনপ্রিয় ডিজে সনিকা। এতে ডিজে সনিকার সঙ্গে আরও অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও তন্ময়।

 

নির্মাতা শফিকুল রাজীব পরিচালিত এই শর্টফিল্মটি ঈদের পঞ্চম দিন দীপ্ত টিভিতে প্রচার হওয়ার পর ঝড় তুলেছে ইউটিউবেও। ‘ঝিলিক’ শর্টফিল্ম প্রসঙ্গে ডিজে সনিকা বলেন, দীর্ঘদিন পর আবারও অভিনয় করেছি।

 

কারণ, শর্টফিল্মটির গল্প আমাকে মুগ্ধ করেছে। এতে আমি ঝিলিক চরিত্রে অভিনয় করেছি। এটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। আশা করি, দর্শকেরা নতুন এক ডিজে সনিকাকে দেখতে পাবে।

 

উল্লেখ্য, ডিজে সনিকা ডিস্ক জকি হিসেবে কাজ করার পাশাপাশি টেলিভিশনেও উপস্থাপনা করেছেন। এ ছাড়াও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। মাঝে মাঝে গানও করেন তিনি।