টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ পরিষদ -এর উদ্যোগে মরহুম সাংবাদিক সাজুর দোয়া মাহফিল অনুষ্ঠিত

269

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকেঃ টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম শাহাজান সিরাজ সাজুর রুহের মাগফেরাত কামনায় টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ পরিষদ -এর উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ আসর আউচ পাড়াস্থ রসুলবাগ এলাকা আয়েশা সিদ্দিকা (রা) জামে মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে কল্যাণ পরিষদের সভাপতি এম এম জালাল মাহমুদ , মহাসচিব আব্দুর রহমানের উপস্থিতিতে, আরো উপস্থিত ছিলেন কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার হাবিবুর রহমান, উপদেষ্টা সৈয়দ আহমদ খন্দকার, এম এ হায়দার সরকার সভাপতি টঙ্গী প্রেসক্লাব।

 

অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জরিফ আহমেদ মন্টু, এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল কাদের মোল্লা, রুহুল আমিন পাটোয়ারী, আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম সরকার, মাওলানা রবিউল আউয়াল, আলহাজ্ব মুজিবুর রহমান ও মোহাম্মদ নুরুল বাশার নুরী প্রমুখ।

 

দোয়া অনুষ্ঠান শেষে কল্যাণ পরিষদের পক্ষ থেকে মরহুম শাহজাহান সিরাজ সাজুর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়।