কোরবানির পশুর হাট -এ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

558

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের পশুর হাটে নেই স্বাস্থ্যবিধি। যদিও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট শুরু করার কথা ছিল। কিন্তু রাজধানী ও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের পশুর কোনো হাটে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্যবিধি দেখা যায়নি। ফলে করোনার প্রকোপ আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

 

হাট ইজারাদাররা বলছেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও মাইকিং করা হচ্ছে। তবুও অনেক হাটুরে স্বাস্থ্যবিধি মানছে না। প্রশাসন বলছে, পশুর হাটগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে। তারপরও স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধের নির্দেশনা দেয়া হবে।

 

জানা যায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সরকারের ইজারাভুক্ত ছোট-বড় হাট রয়েছে। গত ১৫ জুলাই থেকে একযোগে প্রতিটি হাটে গবাদি পশু বেচাকেনা শুরু হয়েছে। প্রথম দিনেই হাট জমে উঠেছিল। তবে বেচাকেনা কিছুটা কম হয়েছে। অনেকে প্রথমে গরুর দাম-বাছাইয়ের জন্য হাটে গিয়েছিল।

 

সরেজমিনে দেখা যায়, ছোট-বড় গবাদি পশুতে ভরপুর হাট। ক্রেতার সমাগমও প্রচুর। কিন্তু ক্রেতা-বিক্রেতারা স্বাস্থবিধিতে অসচেতন। কেউ মাস্ক পরছে, কেউবা মাস্ক শুধু কানের সাথে ঝুলিয়ে রেখেছে, আবার অনেকে মাস্ক ছাড়া ঘোরাফেরা করছে। হাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই। গায়ে গা লাগিয়ে গবাদি পশু দরদাম চলছে।

 

মাস্ক পরেনি এমন ব্যক্তিদের সঙ্গে কথা বললে তারা বিভিন্ন অনুভুতির কথা জানালেন। এক গরু বিক্রেতা বলেন, ‘গরীবের ঘরে কখনো করোনা আসবে না। আমরা শারীরিক পরিশ্রম করি, করোনা আমাদের ধরবে না। তবে মাস্ক পকেটে রাখি, কারণ পুলিশ দেখলে মাস্ক পরি, যাতে জরিমানা দিতে না হয়।’

 

অনেকে বলছেন, ‘গরমে মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে, এ কারণে মাস্ক পরি না।’ আবার অস্বস্তির অজুহাতে মাস্ক দুই কানে ঝুলিয়ে রেখেছে অনেকে। কেউ কেউ তারাহুরা করে মাস্ক মুখে পড়েলেও ঠিকমত পরেনি।

 

দিনাজপুরের রেল বাজার হাটের ইজারাদার তৈয়ব চৌধুরী জানান, হাটের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। সাবান-পানির ব্যবস্থা রয়েছে। মাস্ক রয়েছে। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেয়া হচ্ছে। তারপরেও অনেকে এগুলো মানছে না। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কিন্তু যারা ক্রেতারা-বিক্রেতা, তারা যদি না মানে তবে আমাদের কি করার আছে।

 

তবে প্রশাসক জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ২০ জুলাই পর্যন্ত হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে পারে, সেজন্য হাট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া রয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান অব্যাহত রেখেছে। এরপরও যদি হাটগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়, তবে প্রয়োজনে হাট বন্ধ করা দেয়া হবে।

Related Post:
গাজীপুর জেলা আ.লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল, সম্পাদক ইকবাল
সার্বজনীন পেনশনের কার্যক্রম শুরু, ১০ বছর নিয়মিত চাঁদা দিতে হবে