যে কারণে মোবাইল ফোনের সিম কার্ড এক কোণা কাটা থাকে!

14
মোবাইল ফোনের সিম কার্ড

মোবাইল ফোনের সিম কার্ড মোবাইল ফোনের একটি অপরিহার্য অংশ। অধিকাংশ মোবাইল ফোনে স্ট্যান্ডার্ড, মাইক্রো ও ন্যানো সিমই ব্যবহার করতে দেখা যায়। একটু খেয়াল করলেই দেখতে পাব সিম কার্ডের এক কোণা কাটা রয়েছে। কখনো কি ভাবেছেন কেন সব সিমেরই এক কোণা কাটা থাকে?

 

সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলকে সংক্ষিপ্ত রূপে সিম বলা হয়। ছোট এই কার্ডে সংরক্ষিত থাকে ব্যবহারকারীর পরিচয়, ঠিকানা, ফোন নম্বর, সেফটি কি, নেটওয়ার্ক পারমিশনসহ বিভিন্ন ব্যক্তিগত ডেটা। প্রতিটি মোবাইল ফোনেই সিম কার্ডের প্রয়োজন হয়। কারণ যাবতীয় যোগাযোগের পেছনে এই সিমই প্রধান ভিত্তি। এটি ছাড়া ফোন করা বা ফোন আসা সম্ভব নয়।

 

আমাদের দেশে সাধারণত তিন ধরনের সিম কার্ড বেশি দেখা যায়। এগুলো হলো স্ট্যান্ডার্ড, মাইক্রো ও ন্যানো সিন। এর বাইরে রয়েছে ই-সিম, যা অদৃশ্যভাবে সিম অপারেটোরের মাধ্যমে স্মার্টফোনে ইনস্টল করা হয়। একটু খায়াল করলে দেখা যায় সিম কার্ডের এক কোণা সবসময় কাটা থাকে। কিন্তু কেন এমনটা হয়!

 

তথ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকনো পেজ জানিয়েছে, সিম কার্ডের এক কোনা কাটার মূল উদ্দেশ্য হচ্ছে পিন পরিচিতির সঙ্গে সিম কার্ডকে সঠিকভাবে সংযুক্ত করা। আবার সিম কার্ডের কোণা কাটার আরও একটি উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফোনে যেন উপযুক্ত জায়গায় সিম কার্ড রাখা। সিম কার্ডের কোণা যদি কাটা না থাকে তাহলে ব্যবহারকারীর জন্য এটি মোবাইল ফোনে সঠিকভাবে স্থাপন করা খুবই কঠিন হয়ে যাবে।

 

এছাড়া অনেক মোবাইল ফোনেরই আবার সিম কার্ডের স্লট বা মোবাইল ফোনের সিম কার্ড ট্রে রয়েছে। সেখানে ভালো করে খেয়াল করলে দেখা যায় সিম কার্ডটি সঠিকভাবে প্রবেশের জন্য একটি সংকেত বা চিহ্নও রয়েছে। সেই স্লট বা ট্রের জায়গাটিও সিম কার্ডের কোণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here