গাজীপুরের টঙ্গীতে ফ্ল্যাট থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক

6
রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার ৮ তলা বাড়ির তৃতীয় তলা থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল বাতেন টঙ্গীর রূপবানের টেক এলাকার আনোয়ার মিয়ার আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন।

 

নিহত দুই শিশুর স্বজনরা জানান, শিশুরা শুক্রবার দুপুরে বাড়িতে থাকা বাবা, মা ও দাদির সঙ্গে দুপুরের খাবার খায়। এরপর মা সালেহা বেগম ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদি উপরের তলার ফ্ল্যাটে বেড়াতে এবং বাবা শিশুদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর মা ঘরের দরজা খোলা দেখতে পান এবং শিশুদের রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেখতে পান।

তার চিৎকারে দাদি উপর তলা থেকে নেমে এসে ছেলেকে খবর দেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের করা প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

পরিবারের ধারণা, বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

 

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুইটি শিশু লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে মা সালেহা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here