বদলে যাচ্ছে পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক, সিদ্ধান্ত চূড়ান্ত

10
পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক

র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই সংস্কারের অংশ হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তন হতে যাচ্ছে।

 

জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়। তবে কোন পোশাক (পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক) নির্বাচন হয়েছে তা এখনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

 

এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন, সেসময় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ক্ষমতার পালাবদলের পর অন্তত সপ্তাহ খানেক পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here